শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চৌদ্দগ্রামে পানিতে ডুবে বিএনপি নেতাসহ ২ জন নিহত

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ২:১০ পিএম

চৌদ্দগ্রামে রবিবার দুপুর ১২ ঘটিকায় রহস্যজনকভাবে পানিতে ডুবে জেলা বিএনপি’র সদস্য আরিফুর রহমান (৭০) ও একই এলাকার মো: মানিক (৪৫) নামে দুইজন নিহত হয়েছে। আরিফুর রহমান উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আব্দুল আজিজের পুত্র এবং চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী। নিহত অপরজনও একই গ্রামের আবু রশিদ মিয়াজীর পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। আহতদের মধ্যে অবস্থা বেগতিক দেখে জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল আনুমানিক ১২ ঘটিকায় বাড়ির পাশ^বর্তী একটি পুকুরে ফেনা পরিষ্কার করার জন্য নামলে রহস্যজনকভাবে উপস্থিত ৪ জনকে নিচের দিকে নিয়ে যায়। এর মধ্যে আব্দুল আওয়াল নামে একজন উপরে উঠতে পারলেও বাকিরা উঠতে পারে নাই। তাৎক্ষনিক এলাকাবাসী খবর পেয়ে পানিতে নেমে ৩জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
এদিকে জেলা বিএনপি’র নেতা ও চৌদ্দগ্রাম উপজেলার ক্লিন ইমেজের এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুর ঘটনায় গ্রামবাসীসহ সমগ্র উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন