শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষে আহত ২০,আটক ১১

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ২:১২ পিএম

টাঙ্গাইল জেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে সাংবাদিক,পুলিশসহ ২০জন আহত এবং ১১জনকে আটক করা হয়েছে।
আজ দুপুরে আয়োজিত সদস্য সংগ্রহ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় অন্তত ২০ এবং ১১জনকে আটক করা হয়। পরে পুলিশ লাঠি চার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানায়, সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে বিএনপির বিরোধী গ্রুপের নেতাকর্মীরা একত্রিত হতে থাকে। পরে বিএনপির পদধারী নেতাকর্মীরা প্রেসক্লাবের ২য় তলায় কমিউনিটি সেন্টারে সমাবেশ শুরু করে। এসময় বিএনপির পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এরপরও দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ১১জনকে আটক করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন