হাইওয়ে পুলিশের সহকারী কমিশনার (এএসপি) মিজানুর রহমান তালুকদারকে যাত্রীবেশী চার ছিনতাইকারী মিলে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শাহ আলম (৬২) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতারের পর এই তথ্য সামনে আসে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ প্রধান মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এই প্রেস ব্রিফিং হয়। শাহ আলমকে গাজীপুরের টঙ্গি থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষ করে পাওয়া তথ্যই সাংবাদিকদের জানায় পুলিশ। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন ও ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে। ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন