শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দাওরায়ে হাদীসের (মাস্টার্স) ফলাফল প্রকাশ আগামীকাল

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাস্টার্স সমমান ঘোষণার পর ১৫ মে ২০১৭ তারিখে অনুষ্ঠিত তাকমীল (দাওরায়ে হাদীস) পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে । গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদানের ঘোষণা দেন।
১৩ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ মর্মে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের আলোকে গঠিত কমিটি কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা গ্রহণের জন্য প্রতিষ্ঠা করেন “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।” এ প্রতিষ্ঠানের অধীনে গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট যঃঃঢ়://ধষ-যধরধঃঁষঁষরধ.পড়স এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে ঐঞজ (স্পেস) রোল নম্বর লিখে ঝবহফ করতে হবে ৯৯৩৩ নম্বরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
তামান্না ১২ জুলাই, ২০১৮, ৬:২৯ পিএম says : 0
রেজাল রোল১১৩১৮
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন