শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৫৭ ধারা সম্পূর্ণ প্রত্যাহার চায় সম্পাদক পরিষদ

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মতপ্রকাশের ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তরায় সৃষ্টি করে এমন কোন আইন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি নিউজপেপার ওনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গতকাল নোয়াবের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, বহুল অপপ্রয়োগের কারনে বিতর্কিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, আইসিটি আইনের ৫৭ ধারা অবিলম্বে বাতিল এবং সাংবাদিকদের বিরুদ্ধে ওই আইনে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে নোয়াব বলেছে, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রকৃতপক্ষে সংবাতপত্রের উপর আঘাত। গত শনিবার প্রথম আলোর কার্যালয়ে অনুষ্টিত নোয়াবের এক সভায় গৃহীত এক প্রস্তাবে এই আহ্বান জানানো হয়। সরকারের প্রস্তাবিত নতুন ডিজিটাল আইন এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালায় আইসিটি আইনের ৫৭ ধারার অনুরূপ বিধান সংযোজনের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে নোয়াব সংবিধানস্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী কোন পদক্ষেপ না নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নোয়ার দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা এবং হয়রানিমূলক মামলায় উদ্বেগ প্রকাশ করে এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্যও সরকারের প্রতি আহ্বান জানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন