কক্সবাজার ব্যুরো : ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে খুবই আন্তরিক। তাই স্কুল কলেজের পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদেরকেও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন ইতোপূর্বে সারা দেশে ৫১টি মাদরাসায় অনার্স কোর্স চালু করে মাদরাসা শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষার সুযোগ করে দেয়া হয়েছে। এখন ওই মাদরাসা গুলো থেকে ১৮টি মাদরাসাকে মাস্টার্স মানে উন্নিত করা হবে। গতকাল কক্সবাজার সাগর পাড়ের ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা পরিদর্শনকালে ভিসি ড. মুহাম্মদ আহসান উল্লাহ একথা বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন