সাতক্ষীরায় সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫১ নেতা-কর্মীসহ ৭৯ জনকে আটক হয়েছেন পুলিশ। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১০টি মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, আত্মকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬২ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ২ জন, আশাশুনি থানা ২ জন, দেবহাটা থানা ১ ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে আটক করা হয়।
আত্মকৃতদের মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুস সোবহান মুকুল, সিনিয়র নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুজাহিদ আলী, সেক্রেটারি আব্দুল ওহাব, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৫১ জন নেতা-কর্মী রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন