স্টাফ রিপোর্টার : জাতীয় সম্মেলনের প্রায় চার মাস পর ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। গতকাল মঙ্গমলবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
গত ১১ মার্চ সংগঠনের দ্বিতীয় সম্মেলন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক ঘোঘণা করা হয়।
গতকাল ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে ২১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন, জাকিয়া পারভিন মনি, শিরিনা নাহার লিপি, আদিবা আঞ্জুম মিতা, শামিমা চৌধুরী বিথী, কোহেলী কুদ্দুস মুক্তি, আশরাফুন্নেছা পারুল, ডেইজী সরোয়ার, হোসনে আরা হাসু, আফরোজা মনসুর লিপি, কেশোয়ারা সুলতানা সালমা, ইয়াসমীন সুলতানা পপি, ইসরাত জাহান নাসরীন, আফসানা হাসান ডেইজী, পারভীন খায়ের, নার্গিস মাহতাব, শারমীন জাহান মেরী, রাশেদা পারভীন মনি, শাহনাজ মতিন ঘূর্ণী, জিন্নাতুন্নেছা রোজী, আফসানা ফেরদৌস কেকা, সেলিনা রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক আটজন হলেন, রাজিয়া পারভীন লাকি, নুসরাত জাহান জেসমিন, শাহনাজ পারভীন ডলি, মমতা হেনা লাভলী, খোদেজা নাছরীন, শারমীন আক্তার নিপা, শামসুন্নাহার রতœা, জেদ্দা পারভীন খান রিমি।
সাংগঠনিক সম্পাদক আটজন হলেন, ফারজানা ইয়াছমীন বিপ্লবী, সালমা ভূইয়া চায়না, শারমিন সুলতানা লিলি, মাহফুজা রিনা, নাসরীন সুলতানা ঝড়া, জাকারিয়া সৃজনী শিউলি, শারমীন সুলতানা শরমী, জেসমিন শামীমা নিঝুম।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাঁতী লীগের নব নির্বাচিত কমিটির শ্রদ্ধা: নব নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেছে তাঁতী লীগ। মঙ্গলবার বিকেলে ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন- তাঁতী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্তা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম সোহেল, উত্তরের সভাপতি হামিদ আহমেদ, সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন, গাজীপুর মহানগরের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শাহ মো. আমান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন