রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

নারী দেহে অবাঞ্চিত লোম

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মেয়েদের মুখে, বুকে ও নাভীর নীচে অবাঞ্চিত লোম হয়। কসমেটিক সার্জারি ‘লেজার’ এ অস্বাভাবিক লোমগুলো স্থায়ীভাবে নির্মূল করতে সক্ষম। এ অস্বাভাবিক রোগটির ডাক্তারী নাম হলোÑ হারসুটিজম।
কারণসমূহ : প্রধান প্রধান কারণগুলো হলোÑ
হারসূটিজম হডিওপ্যাথিকা : অর্থাৎ কারণ জানা নেই।
হারসূটিজম এন্ডোক্রাইনো প্যাথিকা : অর্থাৎ দেহে আছে হরমোনের ভারসাম্যহীনতা।
হারসূটিজম আয়াট্রোজেনেটিকা : অর্থাৎ বিশেষ কিছু ওষুধ সেবনের জন্য দায়ী।
লেজার : এটি বর্তমান সময়ের সর্বশেষ ও সর্বাধুনিক কসমেটিক সার্জারি। নিজস্ব আলোক-রশ্মির মাধ্যমে সম্পূর্ণ ব্যথাহীন প্রক্রিয়ায় ও পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই এটি দেহের সকল অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে নির্মূল করতে সক্ষম।
ল্যাব-পরীক্ষা : রোগটি থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে হলে ল্যাব-পরীক্ষা অত্যাবশ্যক। যেমনÑ রক্তের সুগার হরমোন এনালাইসিস এবং আলট্রাসনোগ্রাম অব ওভারিজ, পেলভিস ও এড্রিনাল গ্র্যান্ডস।
উপসংহার : সঠিক সময়ে রোগটির চিকিৎসা না নিলে দেহে নানা জটিলতা সৃষ্টি হতে পারে, যা থেকে আরোগ্যলাভ কষ্টকর হবে। আধুনিক এ ‘লেজার’ কসমেটিক সার্জারিটি একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনের মাধ্যমেই সম্ভব। তবে এজন্য কয়েক সেশন চিকিৎসা নিতে হবে। এতে কোন ব্যথা ও পার্শ্ব-প্রতিক্রিয়া নেই। তাই আর দেরী নয়। লোমগুলো নির্মূল ত্বকের যৌবন ফিরিয়ে আনুন।

ষ ডা: এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন ও এলার্জী বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০২৯৩৪২৮৭৬, ০১৭১৯২১৯৪২৯।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন