শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মুগদায় আ.লীগ নেতার ওপর বোমা নিক্ষেপ

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মুগদা এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বোমার শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মুগদাপাড়া কাজী জাফর স্কুলের গলির আজমীর ডিপার্টমেন্টাল স্টোরে স্থানীয় আওয়ামী লীগের নেতা বদরুল ইসলাম বসে ছিলেন। এসময় অজ্ঞাতনামা দুই যুবক এসে তার সাথে কথা বলেন। এরপর চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে তিনি অল্পের জন্য রক্ষা পান। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান পাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশী চালানো হয়। তবে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একটি গলির ভেতরে ২টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন