আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বিভিন্ন অর্থনৈতিক অন্তর্ভূক্তিমূলক প্রকল্প পরিদর্শন করেছেন জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. চ্যারিটি লিন্ডিল। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নুরুন নাহারের নেতৃত্বে একটি দলসহ তিনি ও তার সফরসঙ্গীগণ ১৯ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলায় ব্যাংকের রামপাল শাখার অধীনে এসব প্রকল্প পদির্শন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম আলম অতিথিদের ব্যাংকের অর্থনৈতিক অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন। এ সময় রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ের পরিচালক নরম্যান মাতাকুরা, উপপরিচালক নোরা মাকুরা এবং প্রিন্সিপাল ব্যাংক একজামিনার অদ্রি হোভসহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক গোলাম মহিউদ্দিন, উপপরিচালক ইন্দ্রানী হক, শাহনাজ পারভীন, সহকারী পরিচালক এস এম জুবায়ের হোসেন, তানভীর এহসান এবং সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন। প্রকল্প পরিদর্শনকালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহম্মেদ খান, ঢাকা সাউথ জোনের প্রধান মোঃ মুজিবুর রহমান, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং রামপাল শাখার ব্যবস্থাপক মোঃ ইউসুফ শরীফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন