শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলায় ৫ মহিলাসহ আহত ৭

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : ফুটবল খেলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার দশানী টবগা গ্রামের হাজী দুলা মিয়া পন্ডিতের বাড়িতে ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী লাঠিসঠা, দা, চেনি নিয়ে হামলা চালিয়ে পাঁচ মহিলাসহ সাতজনকে পিটিয়ে ও মারধর করে আহত করেছে। আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সÑএ ভর্তি করা হয়। রাতে দুলা মিয়া পন্ডিতের বাড়ির আঃ আজিজ ফারুকী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দশানী টবগা গ্রামে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে খেলোয়ার মোঃ মুরাদের সঙ্গে শাহাদাতের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন তাদের ঝগড়া মিটিয়ে দেয়। সন্ধ্যায় এ ঘটনার জের ধরে মুরাদের চাচা মোঃ ইউছুফের নেতৃত্বে ১৪/১৫ জন সন্ত্রাসী শাহাদাতের বাড়ীতে (হাজী দুলা মিয়া পন্ডিত বাড়ি) হামলা চালিয়ে পিটিয়ে ও মারধর করে পাঁচ মহিলা সহ সাতজনকে আহত করে। আহতরা হচ্ছে Ñ মুন্নী আক্তার, জেসমিন আক্তার, রোজিনা বেগম, কাঞ্চনি বেগম, শাহানারা বেগম, তারেক, ও শাহাদাত। মামলার বাদী আঃ আজিজ ফারুকী অভিযোগ করে বলেন, ঘটনার সময় সন্ত্রাসীরা মহিলাদের শ্লীলতাহানিসহ দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে চাটখিল থানার ওসি মোঃ নাসিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন