শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কবিরহাট উপজেলায় ব্যারিস্টার মওদুদের পক্ষে সাংবাদিক সম্মেলন

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো ঃ কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ও সুন্দলপুর ইউনিয়নে গত ২৮ ও ২৯ জুলাই বিএনপি’র পূর্ব নির্ধারিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠানের অনুমতি না দেয়ার প্রতিবাদে গতকাল (রবিবার) দুপুরে কবিরহাট উপজেলা বিএনপি’র এক সাংবাদিক সম্মেলন দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ন-সাধারণ সম্পাদক নুরুল্লা সাহাবুদ্দিন। এতে অভিযোগ করা হয় যে, বিএনপি ক্ষমতা থাকাকালীন বিরোধীদলের উপর নির্যাতনের অভিযোগ সঠিক নয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিরোধীদলের উপর নির্যাতনের অভিযোগ ডাহা মিথ্যা ও বানোয়াট ।
সাংবাদিক সম্মেলনে আরো উল্লেখ করা হয় যে, জননেতা ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট আসনে বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও এর ন্যায় নোংরা রাজনীতিতে বিশ্বাস করেনা এটা সর্বজনবিদিত তেমনিভাবে বিএনপি’র শাসনামলে নোয়াখালী -৫ আসনে সকল বিরোধীদল শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী পালন করেছে। সাংবাদিক সম্মেলনে আরো উল্লেখ করা হয়, প্রশাসনের বাধার কারনে বিএনপি’র পূর্ব নির্ধারিত কর্মসূচী শেষতক ব্যারিস্টার মওদুদ আহমদের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে বারিষ্টার মওদুদ আহমদ বলেন, দেশে অনেক মহানায়ক আছে। বিভিন্ন এলাকায় গনতন্ত্রের কথা বলে। কিন্তু তার নির্বাচনী এলাকায় বিরোধীদলকে সভা সমাবেশে বাধা দেয়। বাস্তবে ব্যারিস্টার মওদুদ আহমদ কোন ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে কোন বক্তব্য রাখেনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম, কবিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম দুলাল, সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা ফরহাদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক বেলায়েত হোসেন খোকন, যুবদল সভাপতি আরাফাত রহমান হাসান, ছাত্রদল সভাপতি মাঈনুদ্দিন সুমন ও ছাত্রদলের সাধারন সম্পাদক মো. মাসুদ প্রমুখ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন