বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাটে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৬) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৪৫) এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, সম্প্রতি বাগেরহাট-মাওয়া মহাসড়কে ঢাকাগামী পরিবহণে ডাকাতি বেড়ে যায়। ডাকাতি প্রতিরোধে মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট অংশে র্যাবের একটি চেকপোস্ট বসানো হয়।
রোববার রাত তিনটার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের দাঁড়াতে সিগনাল দেয়া হয়। কিন্তু তারা না দাড়িয়ে উল্টে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে একটি মোটরসাইকেলের পেছন থেকে একজন আরোহী রাস্তার উপর পড়ে যায়।
তবে অন্যরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে ফকিরহাটের দিকে পালিয়ে যায়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত অজ্ঞাতনামা এই ব্যক্তি সন্দেহভাজন ডাকাত দলের সদস্য বলে ওই র্যাব কর্মকর্তা ধারনা করছেন। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন