চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় পিকআপ ও সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মো. মহিউদ্দিন, বয়স ২৫ বছর। সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, পটিয়ার ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় পিকআপের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালক মহিউদ্দীন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহিউদ্দিন জেলার বাঁশখালী উপজেলার কালীপুর এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন