শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গুলিসহ পিস্তল উদ্ধার আটক-১

মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ৩:১১ পিএম

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার এক ত্রিপুরা পাড়ায় সশস্ত্র হামলা করেছে চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র সশস্ত্র সন্ত্রাসী এলিন গ্রুপের প্রধান এলিন চাকমার নেতৃত্বাধীন গ্রুপ।

সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার তপ্ত মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তপ্ত মাষ্টার পাড়ায় আতঙ্ক বিরাজ করছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে সে নিজ ঘরে ভাত খাওয়ার সময় চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র সশস্ত্র সন্ত্রাসী এলিন গ্রুপের প্রধান এলিন চাকমার নেতৃত্বে প্রনব ও শুভসহ ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী তার ঘরের দরজা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এসময় সে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে কোন রকমে আত্মরক্ষা করে। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা সন্ত্রাসীরা দুই রাউন্ড ফাঁকা গুলি করে তপ্তমাষ্টার পাড়ায় আতঙ্ক সৃষ্টি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন