চট্টগ্রাম ব্যুরো : আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামী শনিবার সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহঃ)’র ৫৭তম সালানা ওরস মাহফিল নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় উদযাপিত হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন মাজীদ, খতমে বুখারী শরীফ ও খতমে মজমুওয়ায়ে সালাওয়াতে রাসূল (সাঃ), আলোচনা সভা ও আখেরী মোনাজাত। ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন মাহফিল সফল করার জন্য সকলের প্রতি আহŸান জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন