শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুবি ভিসিকে ছাত্রলীগের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কুবি সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ’র হত্যাকারী বিপ্লবকে বহিষ্কার, মার্স্টাসের ভর্তি ফি কমানোসহ ১৫ দফা দাবিতে ভিসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ভিসির কাছে এই দাবি সম্বলিত স্মারক দেয়া হয়। এর আগে ক্যাম্পাসে এইসব দাবিতে মানববন্ধন করে শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, খালিদ সাইফুল্লাহ হত্যা কান্ডের দ্রুত বিচার, বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র অডিটরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় লাইব্রেরী নির্মাণ, আবাসিক হলগুলোতে শক্তিশালী ওয়াইফাই স্থাপন, বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি নন্দন মূল ফটক নির্মাণ, ছাত্র-ছাত্রীদের জন্য মানসম্মত পরিবহণ ব্যবস্থা করণসহ মোট ১৫ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে শাখা ছাত্রলীগ। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নেয় তবে রবিবার থেকে কঠোর আন্দোলনে যাবে ছাত্রলীগ। সমাবেশ শেষে ভিসিক ১৫ দফা দাবি সম্বলিত স্মারক দেয় শাখা ছাত্রলীগ।
ছাত্রলীগের এই দাবির প্রেক্ষিতে ভিসি অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ বলেন ‘ছাত্রদের দাবি নিয়ে পূর্বেও সিন্ডিকেটে কথা বলেছি আবারও সামনের সিন্ডিকেটে দাবি গুলো তুলবো’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন