বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সহায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে -ডা: শাহাদাত হোসেন

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : পাঁচ জানুয়ারীর মত প্রশ্নবিদ্ধ নির্বাচন জনগণ মানবে না জানিয়ে নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, সহায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোন টালবাহানা জনগণ মানবে না। শেখ হাসিনা জনগণকে ভয় পায় বলেই নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর স্মরণ সভায় একথা বলেন।
বাঁশখালীর পূর্ব চাম্বল মিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার রাতে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন পূর্ব চাম্বল মির্জান আলী জামে মসজিদের খতিব ও মরহুমের ছোট ভাই মাওলানা ফয়েজুল হক চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, গন্ডামারা ইউনিয়নের চেয়্যাম্যান লেয়াকত আলী, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম।
ডাঃ শাহাদাত বলেন, নির্বাচন নামে প্রহসনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় ঠিকে থাকতে চায়। এ স্বপ্ন পূরণ হবে না। মানুষ বিনা ভোটের জাতীয় সংসদ আর দেখতে চায় না। ইয়াবা ব্যবসায়ী, দুর্নীতিবাজ, লুটেরাদের সংসদ সদস্য হিসেবে দেখতে চায় না। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচকালীণ সহায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন এদেশের মানুষ দেখতে চায়। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। এটা বুঝতে পেরেই নির্বাচন নিয়ে কুট-কৌশল করার চেষ্টা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন