শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে এনএসআই কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০৪ পিএম | আপডেট : ১:১৬ পিএম, ২ আগস্ট, ২০১৭

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শামছুদ্দিন (৪৮) নামের এক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনার পর দিবাগতর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খবির দর্জির ছেলে শামছুদ্দিন ঢাকার সেগুন বাগিচা এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, শামছুদ্দিন এনএসআইয়ের জুনিয়র অফিসার হিসাবে কাজ করতেন। বিকালে গুলিস্তান থেকে টঙ্গীর উদ্দেশ্যে একটি বিআরটিসি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। ওই বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন