শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সংক্রমণ এড়াতে আইসিইউতে তোফা-তহুরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ২:৩৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহানুর ইসলাম পরিবর্তন ডটকমকে জানিয়েছেন, সংক্রমণের ঝুঁকি এড়াতে তোফা-তহুরাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ জন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তোফা-তহুরা আশঙ্কামুক্ত কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. শাহানুর ইসলাম বলেন, ‘৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কোনোভাবেই বলা যাচ্ছে না তারা আশঙ্কামুক্ত কি না। এ ছাড়া তাদের ১০ দিন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তাদের প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন দেওয়া হচ্ছে। সবার ঐক্লান্তিক প্রচেষ্টায় আমরা সফল অস্ত্রোপচার করতে পেরেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন