শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

তুর্কী সশস্ত্র বাহিনীর নতুন কমান্ড

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুর্কি সশস্ত্র বাহিনীর নতুন কমান্ড কাঠামোর অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তুর্কি রেসমি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তুর্কি সেনা বাহিনীর নতুন কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন ইয়াশার গুলের, নৌবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন আদনান ওজবাল এবং বিমান বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন হাসান কুকুকাকুজ। নতুন নিয়োগপ্রাপ্ত এই তিন প্রধান আগামী ৩০ আগস্ট কার্যভার গ্রহণ করবেন বলে খবরে বলা হয়। এর আগে বুধবার তুরস্কের সুপ্রিম মিলিটারি কাউন্সিল দেশটির সশস্ত্র বাহিনীর নতুন এই কমান্ড কাঠামোটি অনুমোদন করে। তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। গত বছরের ১৫ জুলাইয়ের সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা পর তুরস্কের সশস্ত্র বাহিনী মধ্যে জেনারেল এবং অ্যাডমিরালের সংখ্যা প্রায় ৪০ শতাংশ হ্রাস করা হয়। অভ্যুত্থানের প্রচেষ্টার আগে তুর্কি সশস্ত্র বাহিনীতে ২৩৬ জন জেনারেল এবং অ্যাডমিরাল ছিল এবং বর্তমানে তাদের সংখ্যা মোট ৯৬ জন। সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টার পরে প্রায় ১৩,০০০ সৈন্য সংরক্ষিত রিজার্ভ কর্মকর্তাকে তুর্কি সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করার জন্য ডাকা হয়েছিল। ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫৫ জনেরও বেশি তুর্কি নাগরিক নিহত হয়। আজার নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন