চট্টগ্রাম ব্যুরো : আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের ব্যবস্থাপনায় সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ৫৭তম সালানা ওরস মাহফিল আজ (শনিবার) নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে উদযাপিত হবে। দিনব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে- খত্মে কোরআন মাজীদ, খত্মে বোখারী শরীফ, খত্মে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাঃ), খত্মে গাউসিয়া, আউলিয়া কেরামের জীবনী আলোচনা, আখেরী মুনাজাত এবং তাবাররুক বিতরণ। এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ, শিক্ষানুরাগী, উচ্চপদস্থ সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। সালানা ওরস মাহফিল অনুষ্ঠানে শরীক হয়ে মাহফিলকে সফল করার আহবান জানিয়েছেন আনজুমান ট্রাষ্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন