শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ট্রেন থেকে পড়ে অ্যাটেনডেন্ট নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ৩:৫৮ পিএম | আপডেট : ৪:০৭ পিএম, ৬ আগস্ট, ২০১৭

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেন থেকে পড়ে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। আজ রোববার তিস্তা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম মো. লিয়াকত (৪৫)। ঘটনার সময় তিনি তিস্তা এক্সপ্রেস ট্রেনে অ্যাটেনডেন্টের দায়িত্ব পালন করছিলেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, মো. লিয়াকত দায়িত্বরত ছিলেন। তিনি একটি কামরার দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ট্রেনটি পার্শ্বলাইন থেকে মূল লাইনে উঠছিল, তখন একটি বড় ঝাঁকুনিতে ট্রেনের খোলা একটি দরজা সজোরে বন্ধ হয়ে যায়। ওই দরজার ধাক্কায় লিয়াকত ছিটকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন