রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ

পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ৫:৪২ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া মারোয়ারী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ৭ম শ্রেণীর তৌহিদুল ইসলাম(অপূর্ব) এবং ৬ষ্ঠ শ্রেণীর এহসানুল হক(শাকিন) বিদ্যালয় থেকে বের হয়ে বেলা ১২টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। তারা আড়ামবাড়িয়া পদ্মা নদীর পশ্চিমপাড়ের(লালপুর এলাকাধীন) ঘাট থেকে গোসলে নামে। প্রবল স্রোতের টানে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। তাদের খোঁজে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালাচ্ছে। ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকাটি ঈশ্বরদী ও লালপুর থানার সীমান্তবর্তী । দুই শিক্ষার্থী লালপুর এলাকাধীন পদ্মা নদীতে নিখোঁজ হয়েছে। বিদ্যালয়ের পোশাক, স্কুল ব্যাগ ও জুতা নদী পাড়ে রেখে ওই দুই শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে নামে। লালপুর থানার ওসি আবু ওবায়েদ দৈনিক ইনকিলাবের পাবনা জেলা সংবাদদাতাকে মোবাইলে জানান, সাড়া মারোয়ারী উচ্চ বিদ্যালয়ের এহসানুল হক ওরফে শাকিন (১১), ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব টেংরি মহল্লার মো: জাহাঙ্গীর আলমের পুত্র এবং তৌহিদুল ইসলাম ওরফে অপূর্ব ওই মহল্লার (ফকিরের বটলা) মো: আব্দুর রহমানের পুত্র। তিনি আরো জানান, পদ্মা নদীর প্রবল ¯্রােতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। ডুবরীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত(বিকাল ৫টা ১৫ মি:) তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন