চট্টগ্রাম ব্যুরো : পানিবদ্ধতার জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খাল, নালা দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এখন থেকে খালে বা নালায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন ধরনের আবর্জনা, মাটি বা অন্য কিছু ফেলে স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পরিবেশ দূষণের দায়ে তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনের প্রয়োগ করা হবে। এক্ষেত্রে তাদের জন্য জেল-জরিমানাসহ কঠোর শাস্তি অপেক্ষা করছে।
তিনি গতকাল (শুক্রবার) চট্টগ্রাম নগরীর দুঃখ হিসাবে পরিচিত চাক্তাই খালের বিভিন্ন অংশ সরেজিমনে পরিদর্শনকালে এসব কথা বলেন। চাক্তাই খালের অনেকাংশ অবৈধ দখল ও স্থাপনা থাকায় খাল পরিদর্শনেও প্রতিবন্ধকতার মুখোমুখি হন মেয়র।
সিটি মেয়রের চাক্তাই খাল পরিদর্শন কালে প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু, নোমান আল মাহমুদ, মো. ইসা, তিমির বরণ চৌধুরী, বখতিয়ার উদ্দিন খান, মঞ্জুর হোসেন, মোরশেদ আলম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন