স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের আরএক্স ৭৮৫ নম্বর ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে শাহজালালে নামে সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই ফ্লাইটটি। এসময় বিমানের এক সিটের নিচ থেকে মোজায় মোড়ানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। এগুলোর ওজন আড়াই কেজি। আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন