ময়মনসিংহের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ১৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ও আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ৫৬, মুক্তাগাছায় ২৭, ভালুকায় ১৬, হালুয়াঘাটে ৩, ধোবাউড়ায় ৫, ফুলপুরে ৭, তারাকান্দায় ৪, গৌরীপুরে ৪, ঈশ্বরগঞ্জে ১০, নান্দাইলে ৫, ফুলবাড়ীয়ায় ১১, ত্রিশালে ১২, গফরগাঁও ১১ ও পাগলা থানায় ৫ জন রয়েছেন। তথ্যটি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধ ও নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন