আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের পরবর্তী ও চূড়ান্ত শুনানি হবে আগামী ১৭ আগস্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং জয়নুল আবেদিন। এছাড়া আইন সচিবের পক্ষে শুনানি করেন ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল বাসেত মজুমদার এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ৮ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ রুল জারি করেন। একইসঙ্গে তার যোগদানপত্র গ্রহণের আদেশ কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
গত ৭ আগস্ট আইন সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এই সচিব হিসেবে ওইদিনই তার চাকরির মেয়াদ শেষ হয়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসর উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেয় সরকার। এই নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করেন আইনজীবী আশরাফুজ্জামান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন