সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাগতিয়া দরবারে রয়েছে যুব সমাজের অবক্ষয় রোধের উপায় -অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


প্রেস বিজ্ঞপ্তি : আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী বলেছেন, যুব সমাজের অবক্ষয়ের ফলে সর্বত্র সামাজিক অপরাধ যেভাবে বেড়েই চলেছে, এর থেকে পরিত্রাণের উপায় রয়েছে কাগতিয়া দরবারে। এ দরবারের আধ্যাত্মিক ব্যবস্থাপনায় মানবীয় গুণাবলীর বিকাশ ঘটে, যুব সমাজকে পরিশীলিত জীবনযাপনের দিকে ধাবিত করে। তিনি গত বুধবার চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির অপব্যবহার, অনৈসলামিক জীবনযাপন, সর্বোপরি কোরআন-সুন্নাহ্র অনুসরণ থেকে দূরে সরে যাওয়ার ফলে আজ সমাজে অপরাধপ্রবণতা বেড়ে গেছে। এ সঙ্কট থেকে উত্তরণের পথ দেখাবে কাগতিয়া তরিক্বত। কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ স্মরণে আয়োজিত এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪১নং চট্টগ্রাম মহানগর শাখা। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, গাছবাড়ীয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। এতে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি ওলামা পরিষদের সভাপতি আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহীম হানফি, সচিব আল্লামা মুফতি মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন