আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুন নাহার কাজলকে ১৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্যে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
এর আগে গতকাল রোববার গভীর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই নারী নেত্রীর বাসায় ভোরে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, গোপন সংবাদে নিশ্চিত হয়েই মাদকদ্রব্যসহ নাজমুন নাহার কাজলকে আটক করে ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা জানান, আটক নাজমুন নাহার কাজল দীর্ঘদিন যাবত একা মাদকের ব্যবসা করে আসছিলেন। আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক হওয়ার সুবাদে রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন