শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে ৩ উপজেলায় বিএনপির উঠান বৈঠক ও গণসংযোগ

| প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগ অব্যহত রেখেছেন। এই তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর জাতীয় সংসদীয় আসন ৪। বিএনপির তৃণমুল নেতাকর্মীরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ভাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার ইকবার হোসেন সেলিমের পক্ষে এ উঠান বৈঠক ও গণসংযোগ অব্যহত রেখেছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। কখনও গণসংযোগ, কখনও বিভিন্ন ইউনিয়নে গিয়ে উঠান বৈঠক করছেন কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসন থেকে কিভাবে খন্দকার ইকবাল হোসেন সেলিমকে নির্বাচিত করা যায় এ নিয়ে গত কয়েক মাস ধরে তৃণমূল নেতাকর্মীরা এ উঠান বৈঠক ও গণসংযোগ অব্যহত রেখেছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, বর্তমান সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন ও সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহর মত হেভী ওয়েট নেতাদের সাথে প্রতিযোগিতা করতে হলে খন্দকার ইকবাল হোসেন সেলিমকেই দরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন