শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি ২৯ মার্চ পর্যন্ত স্থগিত

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা পুনর্বহালের দাবিতে চলমান দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ চার দফায় বাড়ালো। নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী স্থগিতাদেশ চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাসুদ কামাল। এর আগে সকাল ১১টায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।
মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সাথে বৈঠক হয়েছে। তাদের সাথে আলোচনা সাপেক্ষে স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী ২৪ মার্চ মন্ত্রী পরিষদ সচিব উপকমিটির সাথে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংক্ষিপ্ত আকারে দাবিগুলো স্পষ্ট করা হবে। সেই বৈঠকের পর ২৯ তারিখে আমরা শিক্ষক নেতাদের সাথে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন