শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

কর্মজীবী নারীদের জন্য টিপস

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

তামান্না তানভী

আপনি অফিসে খুব যতœ নিয়ে কাজ করেন। বিষয়টিকে সবাই যেন অনুপ্রেরণা দেয় বলে মনে করেন। অনেকেই অফিসের সময়ের পর দীর্ঘক্ষণ কাজ করেন এবং মনে করেন কাজটা শেষ করতে পারাটাই বড় কথা। এ ধরনের মনোভাব থাকাটা বাড়াবাড়ি। নতুন চাকরির ক্ষেত্রে প্রথমেই সেই অফিসের পরিবেশ বোঝার চেষ্টা করুন। যার অধীনে কাজ করছেন তাকে বুঝুন সহকর্মীদের বন্ধু ভাবুন। পারিবারিক জীবনকে পেশাজীবনের সাথে মেলাবেন না। কর্মদক্ষতা সম্পর্কে পরিস্কার ধারণা রাখুন। আবেগ নিয়ন্ত্রণে এনে পেশাজীবনে দায়িত্ব পালন করুন।
নিজে কখনোই আগ বাড়িয়ে কোনো কিছু করতে যাবেন না। অফিস আপনাকে যতটুকু দায়িত্ব দিয়েছে ঠিক ততটুকুই করার চেষ্টা করুন। এতে আপনার কাজটা সঠিক হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন