শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুর শহররক্ষা বাঁধ হুমকির মুখে

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের পদ্মার পাড় শহররক্ষা বাঁধ আবার হুমকির মুখে। প্রভাবশালী একটি মহল পদ্মা নদী থেকে বালূ উত্তোলন করে দেদারছে বিক্রি করছে। শহরের সিএন্ডবি ঘাট হতে ধরার মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ৭/৮টি ড্রেজার লাগিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় এই শংকা দেখা দিয়েছে। পদ্মার পাড়ের বাসিন্দারা জানান, আওয়ামী লীগ নেতা আবু মুন্সী, মোফাজ্জেল, বদরউদ্দিন, মিন্টুসহ একাধিক নেতা পদ্মা থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। তারা এতই প্রভাবশালী যে কেউ ভয়ে কথা বলার সাহস পাচ্ছে না। গত বছর বর্ষা মৌসুমে বালু উত্তোলনের কারণে বিভিন্ন এলাকায় শহররক্ষা বাঁধের প্রায় ১ হাজার মিটারের মত ধ্বসে পরে। জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড ওই ধ্বসে পড়া শহররক্ষা বাঁধ মেরামত করে। এতে উন্নয়ন বোর্ডের প্রায় কোটি টাকার মত গচ্চা যায়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (এসডি) নিখিল দত্ত জানান, আমি শুনেছি, কয়েক ব্যক্তি পদ্মা থেকে বালু উত্তোলন করছে। আমি এক্ষুণি আমাদের এসও সাহেবকে পদ্মার পড়ে পাঠাচ্ছি বিষয়টি দেখার জন্য। যদি কেউ অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, বালু উত্তোলনের সাথে প্রভাবশালী একটি মহল ও স্থানীয় প্রশাসন জড়িত আছে বিধায় বালু উত্তোলন করার সাহস পাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন