সাভারে শোকদিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে দুই যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহ সাত জনকে আটক করেছে। আজ শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় শোক দিবসের আলোচনা সভা চলছিলো। সেখানে যোগ দেওয়ার জন্য চার বন্ধু রিকসায় করে যাচ্ছিলো। এসময় তারা তালবাগ এর একটি আঞ্চলিক রাস্তায় পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদেরকে আটক করে রাব্বী হোসেন ও ফয়সালকে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সাত জনকে আটক করেছে।
আহতরা জানায়, স্থানীয় সংসদ সদস্যের শ্যালক আব্দুল আলীম সোহাগের অনুসারী ফাহিম ও সাব্বির তাদেরকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় সোহাগের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) মোহসিনুল কাদির জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন