পটিয়া উপজেলা সংবাদদাতা ঃ চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। বিএনপি উপজেলা নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরণের পায়ঁতারা চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে জানান, কর্ণফুলীসহ চট্টগ্রামে বর্তমানে কোন বন্যা না হলেও বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে আগামী ২০ আগষ্ট নির্বাচনের তারিখ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগষ্ট নির্বাচন কমিশন সারা দেশে ২৮টি নির্বাচন বন্যার কারণে স্থগিত করেন । কর্ণফুলীকেও এ তালিকায় অর্ন্তভুক্ত করা হয়। এতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ৪ দিন আগে এ নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় আ’লীগ প্রার্থী নেতাকর্মী সমর্থকদের মধ্যে চরম হতাশা নেমে আসে। আ’লীগ প্রার্থী অভিযোগ করে বলেন, নির্বাচন স্থগিতের সংবাদ পেয়ে বিএনপি প্রার্থীরা গত ১৬ আগষ্ট আনন্দ মিছিল বের করে। তারা নির্বাচন বর্জন করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনে ভরাভুবির আশংকায় বিএনপি প্রার্থীরা নির্বাচন বয়কটসহ আ’লীগ প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। এই এলাকায় উন্নয়নের স্বার্থে জনগন নৌকার পক্ষে অবস্থান নেয়ায় বিএনপি প্রার্থীরা যে কোন ভাবে এ নির্বাচন ঠেকিয়ে দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগনের বহু প্রত্যাশিত কর্ণফুলী উপজেলা নির্বাচন দ্রæত সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর দেশের অন্যান্য কয়েকটি স্থানীয় নির্বাচনের সাথে কর্ণফুলী উপজেলা নির্বাচন অন্তর্ভুক্ত করার জন্য প্রার্থীরা নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ’লীগ সভাপতি সৈয়দ জামাল আহমদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মো: আলী, বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম নিশি প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন