রাজধানীর রাজারবাগ পুলিশে লাইনসে কর্মরত এক নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে তার সহকর্মী আরিফুর জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে শাহজাহানপুর থানায় এ বিষয়ে মামলা করা হয়। মামলা করার পর নিজ কর্মস্থল রাজারবাগ পুলিশ লাইনস থেকে আরিফুরকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহানপুর থানার এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়েরকৃত মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ২ জুন বিয়ের প্রলোভন দেখিয়ে মৌচাকে একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।
অভিযোগকারী নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন