স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি, ৬৯’র গণঅভ্যূত্থান সুচনার অন্যতম নায়ক বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শাহজাহান গত মঙ্গলবার রাত আড়াইটায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়ে ছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ, বহু আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে মনোহরদী উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার সকাল থেকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মরহুম অধ্যক্ষ শাহজাহানকে শেষ বারের মত দেখার জন্য তার গ্রামের বাড়ীতে ভীড় জমায়। মরহুম অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শাহজাহান বহুবছর হাতিরদিয়া রাজিউদ্দিন কলেজে অত্যন্ত সফলভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৯ সালে হাতিরদিয়া বাজারে মাওলানা ভাসানীর ডাকে পালিত হরতাল কর্মসূচী চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবরণ করেন। একই সময়ে পুলিশের রাইফেলের আঘাতে আহত হন শহীদ আসাদ। বুধবার বাদ আছর হাতিরদিয়া ছাদতআলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শাহজাহানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন