শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ভয়ঙ্কর গোলক ধাঁধায় আটকে পড়ছে বেসামরিক সিরীয়রা

এমনেস্টি ইন্টারন্যাশনালের সতর্কতা

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাকা শহর থেকে আইএসকে হটানোর চলমান যুদ্ধ থেকে পালাতে গিয়ে সব পক্ষের গোলাগুলির কবলে পড়তে হচ্ছে বেসামরিক লোকদের। আইএস হটানোর লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে তখন সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্স, আসাদের সরকারী বাহিনী, কুর্দি বাহিনী এবং আইএস রয়েছে মাঠের লড়াইয়ে। আকাশ থেকে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন জোট। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন এমনেস্টি ইন্টারন্যাশনাল এই পরিস্থিতিকে বেসামরিক নাগরিকদের জন্য এক ভয়ঙ্কর গোলকধাঁধায় আটকে পড়ার শামিল বলে উল্লেখ করেছে। রাকায় প্রায় ২৫ হাজার বেসামরিক আটকা পড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে এমনেস্টি জানায়, রাকা থেকে আইএসকে হটাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের চলমান অভিযানে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যারা বেঁচে আছেন তারাও ঝুঁকিতে রয়েছেন। কেবল মার্কিন জোটই নয়, রাশিয়ার সময়র্থন নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোও রাকা শহরের দক্ষিণ প্রান্তে ইউফ্রেটিস নদীর দক্ষিণের এলাকাগুলোতে আইএস-এর বিরুদ্ধে অগ্রসর হচ্ছে। বিমান হামলার পাশাপাশি আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মর্টার শেল হামলার হুমকিতে রয়েছে বেসামরিকরা। এ ধরনের একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে এমনেস্টি জানায়, এক আবাসিক ভবনে শেল হামলায় ১২ জন নিহত হয়। এর মধ্যে এক শিশুও ছিল। এমনেস্টিতে নিযুক্ত সংকট মোকাবিলা সংক্রান্ত উপদেষ্টা ডোনাটেলা রোভেরা বলেন, আইএস-এর হাত থেকে রাকা পুনরুদ্ধারের লড়াই জোরালো হয়ে ওঠার পর কয়েক হাজার বেসামরিক নাগরিক ভয়ঙ্কর গোলকধাঁধায় আটকা পড়েছেন। সব পক্ষেরই গুলির কবলে পড়ছেন তারা। আইএস বেসামরিকদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানার পর এসডিএফ এবং মার্কিন বাহিনীকে অবশ্যই বেসামরিকদের সুরক্ষার প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। নির্বিচার হামলা বন্ধ করতে হবে এবং নিরাপদে বের হওয়ার রাস্তা তৈরি করে দিতে হবে। সা¤প্রতিক দিনগুলোতে মার্কিন নেতৃত্বাধীন জোট রাকায় বোমা হামলা জোরালো করেছে। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন