রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পথ শিশুদের নিয়ে ‘বঙ্গবন্ধুকে জানো, জানাও’

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকার ওসমানী উদ্যানে এক ব্যতিক্রমধর্মী কার্যক্রম পালন করেছে আয়োজন করে লুৎফর রহমান ভূইয়া (এলআরবি) ফাউন্ডেশন। গতকাল রাজধানীর গুলিস্তানের ওসমানী উদ্যানে পথশিশুদের নিয়ে ‘জাতির জনক বঙ্গবন্ধুকে জানো, জানাও’ শীর্ষক এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত পথশিশুদেরকে বঙ্গবন্ধুর সম্পর্কে জানাতেই এমন আয়োজন। নানারকম পোষ্টার, ব্যানার, টিভি অনুষ্ঠানসহ বিভিন্নভাবে পথশিশুরা বঙ্গবন্ধুর ছবি দেখে চিনলেও অনেকেই বঙ্গবন্ধুর প্রকৃত নামই জানে না। অধিকাংশ শিশুরাই শেখ মুজিবুর রহমানকে কেন জাতির জনক অথবা বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় সে ইতিহাস সম্পর্কে জানা নেই। বঙ্গবন্ধুর কর্মজীবনের ইতিহাস, স্বাধীনতা অর্জনের বঙ্গবন্ধুর অবদান, ১৫ আগষ্টের নৃসংশতা ও বর্তমান সরকারের সাফল্য সম্পর্কে আলোচকবৃন্দ পথশিশুদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। এলআরবি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুলতানা রাজিয়া শিলার সভাপতিত্বে বৈঠকে প্রধান আলোচক হিসেবে ছিলেন সংস্থার পরিচালক ও যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনঅধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা এম রফিকুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান প্রদীপ হালদার, এলআরবি ফাউন্ডেশনের পরিচালক লরেন্স রতœ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন