চট্টগ্রাম ব্যুরো : পানিবদ্ধতা থেকে মুক্তি পেতে ১৯৬৯ সালের ড্রেনেজ মাস্টারপ্ল্যানে থাকা চট্টগ্রাম নগরীর ৭০টি খাল উদ্ধারের দাবি জানিয়েছে মহানগরীর নদী ও খাল উদ্ধার নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন। গতকাল (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক আন্দোলনের কর্মী আলীউর রহমান বলেন, চট্টগ্রাম শহরের ১৯৬৯ সালের ড্রেনেজ মাস্টারপ্ল্যান ও আরএস সিট অনুযায়ী খাল রয়েছে ৭০টি। আর এসব খালের মোট দৈর্ঘ্য হবে ৩৫০ কিলোমিটারের বেশি। খালগুলো উদ্ধারের পর দ্রæত সময়ের মধ্যে এগুলো ছয় থেকে সাত ফুট গভীরতায় খনন করে উভয় তীরে ইটের দেয়াল দিতে হবে। তিনি বলেন, শুধুমাত্র কালুরঘাট ব্রিজ থেকে কর্ণফুলীর মোহনা পর্যন্ত ৩৪টি খাল নদীতে মিশেছে। এর মধ্যে ১২টি খালের দুই-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে বেদখল হয়ে আছে।
সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সবসময় নগরীর দৃশ্যমান ৩৪ বা ৩৭টি খাল বেদখল বা ভরাটের কথা বলে থাকে। সংবাদ সম্মেলনে বেদখল হয়ে যাওয়া খালগুলোর প্রকৃত সীমানা নির্ধারণ এবং ড্রেনেজ মাস্টারপ্ল্যান অনুযায়ী দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক মনজুরুল কিবরিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন