শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রগতিশীল শিক্ষক ফোরাম কার্যকরী পরিষদের ১১টি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। গতকাল (রোববার) ঘোষিত তফসিল অনুযায়ী দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও প্রতিদ্ব›দ্বী কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার ড. মোহম্মদ মাহবুবুর রহমান দুপুর সাড়ে ১২টায় ফলাফল ঘোষণা করেন।
শিক্ষক সমিতির ২০১৬-২০১৭ কার্যকরী পরিষদের নির্বাচনে অধ্যাপক গৌতম কুমার দেবনাথ সভাপতি এবং অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আবছার খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন যুগ্ম সম্পাদক ড. মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. ওমর ফারুক মিয়াজী, সদস্য অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান, ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ড. আজিজুন্নেছা, রাশিদা পারভিন, মোহাম্মদ ফাহাদ বিন কাদের ও শেখ ইসতিয়াক আহমদ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন ড. মোহম্মদ মাহবুবুর রহমান। তাকে সহযোগিতা করেন সহকারী অধ্যাপক কাজী নাজিরা শারমিন ও ড. শেখ আহমাদ আল-নাহিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন