কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা ঃ কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপিসভাপতিসহ দশজন বিএনপির নেতাকর্মীর বিরুদ্বে মামলা। মামলার এজারহারে সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের ওয়া¹া ইউনিয়ন নুতন পরিষদের তালা ভেঙে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রেখে ব্যানার টাঙিয়ে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও অভিযান উদ্বোধন সভা করায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ দিলদার হোসেনসহ ১০জনের নাম উল্লেক পূর্বক আরো অজ্ঞাতনাম ২৫জনের বিরুদ্বে আসামী করে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাপ্তাই জুড়ে এ নিয়ে দিনভর চলছে আলোচনা সমালোচনার ঝড়। অভিযোগ কারি কাপ্তাই ওয়া¹া ইউনিয়ন ইউপি চেয়ারম্যারন চিরনজিত তংচঙ্গ্যা বাদি হয়ে গত রোববার সন্ধ্যায় কাপ্তাই থানায় মামলাটি দায়ের করেন। সভার ব্যানার টাঙানোর সময় উপরে থাকা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টিয়ে রেখে বিএনপির সভা করা হয়। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করার দায়ে ইউপি চেয়ারম্যান ওইউনিয়ন আ’লীগ সাম্পাদক চিরনজিত তংচঙ্গ্যা বাদি হয়ে কাপ্তাই থানায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি দিলদার হোসেন কে প্রধান আসামি করে দশ বিএনপির নেতাকর্মীর বিরুদ্বে কাপ্তাই থানায় আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাত নামা আরো ২৫জনের বিরুদ্বে একটি মামলা দায়ের করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন