এ এক নতুন ইতিহাস। এর আগে অজিদের বিপক্ষে চারটি টেস্ট খেলে, চারটিতেই হেরেছে বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়।
১১ বছর আগে ফতুল্লার মাটিতে বাশার-রফিকদের হাতের মুঠো থেকে স্বপ্নের জয়টা বগলদাবা করে নিয়েছিল পন্টিংরা। আজ মিরপুরের হোম অব গ্রাউন্ডে সেই ক্ষতে প্রলেপ দিলেন সাকিব-মুশফিকরা।
অস্ট্রেলিয়ার মতো তাবড় দলকে নাকানি-চুবানি খাইয়ে জয়েরমাল্য গলায় পরলেন টাইগাররা।
উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। আনন্দে হাসছে লক্ষ-কোটি ক্রিকেটপ্রেমী। ‘এ আমার বাংলাদেশ, এ আমার অহংকার।’ আজ আর বুক ফুলিয়ে বলতে নেই কোনো মানা। বহু প্রতীক্ষার, বহু আশার ফল ঘরে তুলেছে লাল-সবুজের পতাকাবাহীরা।
গড়েছে নতুন ইতিহাস। জুটেছে হাজারও বাহবা। হবে না কেনো, আজকের আগে অজিদের বিপক্ষে চারটি টেস্ট খেলে, চারটিতেই হেরেছে বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়া বধের গল্প লিখল চণ্ডিকা হাথুরুসিংহের ছাত্ররা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন