বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইলের গোপালপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। আজ বুধবার দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সভাপতি শামছুল আলম তোফা। ঝাওয়াইল ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি ও গোপালপুর উপজেলা বিএনপি আহবায়ক জাহাঙ্গীর আলম রুবেল, জেলা বিএনপি প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, কাজী লিয়াকত, সাইফুল ইসলাম লেলিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ শাফী ইথেন. সেচ্ছাসেবক দলের শাহীন তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল হক সুমন, সাধারণ সম্পাদক মোঃ হাবিব. ঝাওয়াইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খসরু মিয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে বন্যায় ক্ষতিগ্রস্থ তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন