বিএনপি সরকার উৎখাতের জন্য লন্ডন-দুবাই-ব্যাংককে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশে আবারও বোমা সন্ত্রাস সৃষ্টি হবে। গতকাল বুধবার গাবতলীতে ঈদযাত্রায় যান চলাচল পরিস্থিতি সরেজমিন দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা সবকিছুই জানি আর এসব মোকাবেলায় প্রস্তুতও আছি। বিএনপির নীরবতাই ষড়যন্ত্রের লক্ষণ। তাদের আন্দোলনের ডাক এখন হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি বলেন, বিএনপির নীরবতাই ষড়যন্ত্রের লক্ষণ। লন্ডন-দুবাই-ব্যাংককে বসে তারা এমন সব ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন, যারা ‘আন্তর্জাতিক দুর্বৃত্ত’ বলে পরিচিতি। বিভিন্ন দেশের গণতান্ত্রিক ও স্থিতিশীল সরকার উৎখাতে ‘নাটের গুরু’ বলেও পরিচিত। কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে দেশে জঙ্গিবাদ আবারও সক্রিয় হবে। তাই বিএনপি আবার নির্বাচনে আসুক সেটা কাম্য। আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করুক।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এই মুহুর্তে দেশের সকল সড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে। এমনকি বন্যা কবলিত এলাকার সড়কগুলোও যানবাহন চলাচলের উপযোগী করে ফেলা হয়েছে। যেহেতু দেশের সকল সড়ক-মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে, তাই এই মূহুর্তে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা খুব কম।
সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, দেশের সড়ক ও মহাগুলোতে তেমন কোন যানজট নেই। আসন্ন ঈদে ঘরমুখো মানুষ স্বাছন্দে বাড়ি ফিরছেন। এই মুহুর্তে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই অমূলক। তিনি বলেন, সড়ক মহাসড়কগুলো এখন সচল আছে। আসন্ন ঈদে সড়কে কোন ধরনের যানজট হবেনা। গাড়ি চালক ও যাত্রীদেরকে এক্ষেত্রে ধৈর্য্য ধরতে হবে।
রাস্তার ওপর পশু নিয়ে না বসতে ব্যবসায়দের প্রতি আহŸান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কেউ গরু নিয়ে রাস্তায় বসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ঈদে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ওই বাসের টিকেট কাউন্টার বন্ধ করে দেয়া হবে। বাস টার্মিনাল ও সড়ক-মহাসড়ক গুলো বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাত দিন কাজ করছেন। এবার কোন ধরনের অভিযোগ নেই। ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টা বাস রিজার্ভ রাখা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ থাকলেই এই বাসগুলো নামানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। চাঁদাবাজি বন্ধ করতে মহসড়কের বিভিন্ন স্থনে পুলিশ, র্যাব, আনসার, বিআরটিএ’র ভিজিলেন্স টিম প্রস্তুত আছে। আমরা সবাই রাস্তায় থাকব। আমি নিজেও রাস্তায় আছি। তিনি বলেন, রাজধানীর কোরবানির হাঁটগুলোতে পশুবাহী গাড়ি পুরোদমে আসছে। তবে পশু নিয়ে যাতে ফিটনেসবিহীন গাড়ি না আসে, সে বিষয়ে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।
এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক ও জনপথ বিভাগের উধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন