টাঙ্গাইলের মির্জাপুরে বন্যা দুর্গত পরিবারের সদস্যদের মধ্যে পোলাওয়ের চাউল, চিনি ও সেমাই প্যাকেট বিতরণ করেছে মির্জাপুর পৌর বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌরসভার নয় ওয়ার্ডের বন্যা দুর্গতদের মধ্যে এ সহায়তা করা হয়। এ উপলক্ষে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হয়রত আলী মিঞা, পৌর বিএনপির সহ সভাপতি হাজী সোহরাব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার মোবারক হোসেন।
পরে পৌরসভার নয় ওয়ার্ডের বন্যা দুর্গত প্রায় দুই শতাধিক দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপলক্ষে এ সহায়তা করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা বলেন, দেশনেত্রী বেগম খালেদা ও আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের সমর্থ অনুযায়ী বন্যা দুর্গতদের জন্য ঈদের দিনের সামন্য এ সহায়তা করার চেষ্টা করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন