শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম



স্টাফ রিপোর্টার : মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবছর এই পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। ২০১৪ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় ৩০ টি বিষয়ে সারাদেশে ১৩০ টি কলেজের ১ লাখ ২৮ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী মোট ১০৫ টি কেন্দ্রে অংশগ্রহণ করে ৯৯ হাজার ১৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ এবং িি.িহঁনফ.রহভড় থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এবারই প্রথম নতুন সিলেবাসে গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হলো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন