গরুর হাট পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে প্রবেশের ১৩টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব চৌকি থাকবে। সাদা পোশাকে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন নিরাপত্তা নিশ্চিত করতে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদে ফাঁকা ঢাকায় প্রবেশের পথে কড়াকড়ি থাকবে। সন্দেহভাজনদের তল্লাশি করা হবে। সব মানুষ না ফিরে আসা পর্যন্ত এ নিরাপত্তা থাকবে।
শুক্রবার রাজধানীর আফতাবনগর পশুর হাট পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘পশুর চামড়া নিয়ে কোনো অপতৎপরতা কিংবা বিশৃঙ্খলা হলে পুলিশ ব্যবস্থা নেবে। কাউকে ছাড় দেওয়া হবে না। অজ্ঞান বা মলম পার্টির অপতৎপরতাও রোধ করা গেছে। ঈদগাহ ও বিপণীবিতানও নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।’
পরে তিনি রাজধানীর আরো কয়েকটি পশুর হাট পরিদর্শন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন